বৈকুণ্ঠনাথ সেন, রায়বাহাদুর (১৪-৬-১৮৪৩ – এপ্রিল ১৯২১) আলমপুর-বর্ধমান। হরিমোহন। ১৮৫৯ খ্রী. বহরমপুর কলেজিয়েট স্কুল থেকে বৃত্তিসহ এন্ট্রান্স ও প্রেসিডেন্সী কলেজ থেকে ১৮৬৩ খ্রী. বি-এ, এবং ১৮৬৪ খ্রী. বি.এল. পাশ করে প্রথম কলিকাতা হাইকোর্টে ও পরে বহরমপুর কোর্টে ওকালতি করেন। অল্পদিনেই প্ৰতিষ্ঠা লাভ করে শহরের বিশিষ্ট ব্যক্তিরূপে পরিগণিত হন। ২৮ বছর অনারারি ম্যাজিস্ট্রেট, ১০ বছর বহরমপুর পৌরসংস্থার সভাপতি, ব্যবস্থাপক সভার সদস্য এবং কাশিমবাজার মহারাজার উপদেষ্টা ছিলেন। কংগ্রেসের একনিষ্ঠ সেবক হিসাবে ১৯০০ খ্রী. কংগ্রেস এড়ুকেশন কমিটির সভ্য এবং ১৯১৭ খ্ৰী. জাতীয় কংগ্রেসের কলিকাতা অধিবেশনের অভ্যর্থনা সমিতির সভাপতি হন। জাতীয় শিক্ষা-পরিষদের একজন বিশিষ্ট সভ্য ও বঙ্গীয় প্ৰাদেশিক সমিতির সভাপতি ছিলেন। ‘মুর্শিদাবাদ হিতৈষী’ সাপ্তাহিক পত্রিকার তিনি প্রথম সম্পাদক (১৮৯৩)। কাশিমবাজারের মহারাজা স্যার মণীন্দ্ৰচন্দ্র এবং বৈকুণ্ঠনাথের অর্থেই বেঙ্গল পটারী ওয়ার্কস প্রতিষ্ঠিত হয়।
পূর্ববর্তী:
« বৈকুণ্ঠনাথ বসু, রায়বাহাদুর
« বৈকুণ্ঠনাথ বসু, রায়বাহাদুর
পরবর্তী:
বৈজয়ন্তী দেবী »
বৈজয়ন্তী দেবী »
Leave a Reply