বৈকুণ্ঠনাথ বসু, রায়বাহাদুর (১৮৫৩? – ১৯১২)। কলিকাতা। জমিদার শ্ৰীনাথ। এস্ট্রান্স পাশ করে টাকশালের কাজে যোগ দেন। পরে টাকশালের দেওয়ান হয়েছিলেন। কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতে তাঁর বিশেষ দক্ষতা ছিল। সাহিত্যসেবী ছিলেন। তাঁর কয়েকটি নাটক ও মেলোড্রামা কলিকাতার রঙ্গমঞ্চে অভিনীত হয়েছে। ইংরেজী ভাষায় সাহিত্য সমালোচক হিসাবে খ্যাতি ছিল।
পূর্ববর্তী:
« বৈকুণ্ঠনাথ দিন্দা
« বৈকুণ্ঠনাথ দিন্দা
পরবর্তী:
বৈকুণ্ঠনাথ সেন, রায়বাহাদুর »
বৈকুণ্ঠনাথ সেন, রায়বাহাদুর »
Leave a Reply