বৈকুণ্ঠনাথ তর্কভূষণ, মহামহোপাধ্যায় (আনুমানিক ১৮৪৭ – মে ১৯২৮) বাঙ্গারা-ত্রিপুরা (পূর্ববঙ্গ)। বৈদ্যনাথ রায়। নবদ্বীপে দীর্ঘকাল নব্যন্যায়চর্চায় পাণ্ডিত্য অর্জন করে ‘তর্কভূষণ’ উপাধি পান। শিক্ষাশেষে স্বগ্রামে চতুষ্পাঠী স্থাপন করে সংস্কৃত শিক্ষাদানে ব্ৰতী হন। কয়েকবছর পর ত্রিপুরা মহারাজের বিশেষ আমন্ত্রণে তিনি রাজধানী আগরতলায় যান এবং ১৯২৮ খ্রী. পর্যন্ত রাজদরবারে দ্বারপণ্ডিত ও সভাপণ্ডিতের পদে নিযুক্ত থাকেন। ১৯১৯ খ্রী. ভারত সরকার তাকে ‘মহামহোপাধ্যায়’ উপাধি প্ৰদান করেন। আগরতলায় মৃত্যু।
পূর্ববর্তী:
« বৈকুণ্ঠনাথ জানা
« বৈকুণ্ঠনাথ জানা
পরবর্তী:
বৈকুণ্ঠনাথ দিন্দা »
বৈকুণ্ঠনাথ দিন্দা »
Leave a Reply