বেলা মিত্র (১৯২০ – ৩১-৭-১৯৫২) কোদালিয়া-চব্বিশ পরগনা। সুরেশচন্দ্ৰ বসু। খুল্লতাত-নেতাজী সুভাষচন্দ্ৰ বসু। ১৯৩৬ খ্রী. যশোহরের হরিদাস মিত্রের সঙ্গে বিবাহ হয়। ১৯৪০ খ্রী. রামগড়ে অনুষ্ঠিত মূল কংগ্রেস অধিবেশন পরিত্যাগ করে নেতাজী পাশাপাশি যে আপোস-বিরোধী সম্মেলন আহ্বান করেন, বেলা তাঁর নারী-বাহিনীর কমান্ডার নির্বাচিত হন। নেতাজী পূর্ব এশিয়ায় থেকে আজাদ হিন্দ বাহিনীর কয়েকটি দলকে বিভিন্ন পথে ভারতে প্রেরণ করেন। ১৯৪৪ খ্ৰী: জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত কলিকাতা থেকে সিঙ্গাপুরে ট্রান্সমিটারে নেতাজীর কাছে সংবাদ আদান-প্ৰদানের এবং অস্ত্রশস্ত্ৰ নিয়ে আগত আজাদ হিন্দ ফৌজের লোকদের নিরাপদে ভারতভূমিতে অবতরণের ব্যাপারে তিনি দৃঢ়তাঁর সঙ্গে কাজ করেন। ১৯৪৫ খ্ৰী ২১ জুন আজাদ হিন্দ ফৌজের লোকের সঙ্গে স্বামী হরিদাস মিত্রের ফাঁসির হুকুম মকুফ করার জন্য পুনায় গান্ধীজীর কাছে যান এবং গান্ধীজীর চেষ্টায় প্ৰাণদণ্ড রদ হয়। ১৯৪৭ খ্রী. ‘ঝাঁসীর রাণী’ সেবাদল গঠন করেন। ১৯৫০ খ্রী. উদ্বাস্তুদের মধ্যে সেবাকাৰ্য করায় তাঁর স্বাস্থ্যভঙ্গ হয়। বালি ও ডানকুনির মাঝে অভয়নগরে তিনি কিছু উদ্বাস্তু পরিবারকে পুনর্বসতির জন্য সাহায্য করেন। ১৯৫৮ খ্রী এখানে একটি নুতন রেলস্টেশন হয়। তাঁর জন্মদিনে স্টেশনটির ‘বেলানগর’ নামকরণ হয়। ভারতে ভারতীয় মহিলার নামে রেলস্টেশনের নামকরণ এই প্ৰথম।
পূর্ববর্তী:
« বেরী সর্বাধিকারী, বিজয়চন্দ্ৰ
« বেরী সর্বাধিকারী, বিজয়চন্দ্ৰ
পরবর্তী:
বেলাবাসিনী গুহ »
বেলাবাসিনী গুহ »
Leave a Reply