বেরী সর্বাধিকারী, বিজয়চন্দ্ৰ, (১৯০৬ – ১৯-১২-১৯৭৬) কলিকাতা। ব্যারিস্টার সুশীলপ্ৰসাদ। তাঁর গায়ের রঙ কালো ছিল বলে সহপাঠীদের দেওয়া ‘বেরী’ নাম প্রচলিত হয়ে যায়। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক ও প্রেসিডেন্সী কলেজ থেকে বি-এ পাশ করেন। ক্রীড়াসম্রাট নগেন্দ্ৰপ্ৰসাদ তাঁর জ্যেষ্ঠতাত। তাঁর পিতাও প্ৰসিদ্ধ ফুটবল খেলোয়াড় ছিলেন এবং সেই যুগের ক্রীড়া-সাংবাদিকরূপে প্ৰসিদ্ধিলাভ করেছিলেন। তাঁর মাতামহ ছিলেন খ্যাতনামা চিকিৎসক স্যার কেদারনাথ দাস। তিনি বাল্যকাল থেকেই ক্রিকেট খেলায় আকৃষ্ট হন এবং বি-এ পাশ করার পর বিদ্যাসাগর কলেজের ক্রিকেট টীমে খেলতে থাকেন। পরে স্পোটিং ইউনিয়ন এবং কালীঘাট ক্লাবে ক্রিকেট খেলে নাম করেন। এই সময়ে ‘University Occasional’ নামে ক্রিকেট সংস্থা গঠন তাঁর জীবনের এক উল্লেখযোগ্য ঘটনা। ভারতবর্ষের প্রথিতযশা অধিকাংশ ক্রিকেটার এই ক্লাবে খেলে গিয়েছেন। এই ক্লাবের মাধ্যমেই সুঁটে ব্যানার্জী, কার্তিক বসু প্রমুখ প্ৰসিদ্ধিলাভ করেন। সাংবাদিক হিসাবে তিনি অলিম্পিকস, উইমব্লেডন টেস্ট ক্রিকেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রীড়া-ঘটনার ভাষ্যকার হয়েছেন। রচিত গ্রন্থ: ‘Indian Cricket Uncovered’, ‘My World of Cricket’। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে সম্মানপত্ৰ প্ৰদান করেন। বোম্বাই শহরের এক হোটেল থেকে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করেন।
পূর্ববর্তী:
« বেথুন, জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার
« বেথুন, জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার
পরবর্তী:
বেলা মিত্র »
বেলা মিত্র »
Leave a Reply