বেণীমাধব মুখোপাধ্যায়। রুড়কি ইঞ্জিনীয়ারিং কলেজের উপাধ্যক্ষ, জার্মানীতে শিক্ষাপ্ৰাপ্ত বেণীমাধবই সম্ভবত প্ৰথম কাচ তৈরির জন্য আবশ্যিক কয়লা ও পেট্রলজাত গ্যাস ভারতবর্ষে তৈরির বিষয়ে নানা গবেষণা করেছিলেন। তাঁর প্রেরণায় এলাহাবাদের ইন্ডিয়ান প্রেসের বাঙালী স্বত্ত্বাধিকারী ঘোষেরা ১৯১১ খ্ৰী. ‘সায়েন্টিফিক ইনফ্লুমেন্ট কোম্পানী’ স্থাপন করলে তিনি প্রতিষ্ঠানের কর্মীদের নিজের হাতে যন্ত্রপাতি তৈরির কাজ শেখান।
পূর্ববর্তী:
« বেণীমাধব বড়ুয়া
« বেণীমাধব বড়ুয়া
পরবর্তী:
বেথুন, জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার »
বেথুন, জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার »
Leave a Reply