বীরেশ্বর সেন (১৫-১১-১৮৯৭ – ১০-৯-১৯৭৪) কলিকাতা। অধ্যক্ষ শৈলেশ্বর সেন। হেয়ার স্কুল ও প্রেসিডেন্সী কলেজের ছাত্র ছিলেন। ইংরেজীতে এম-এ পাশ করেন। চিত্রবিদ্যায় শিল্পাচাৰ্য অবনীন্দ্রনাথের শিষ্য। কর্মজীবন শুরু হয় লক্ষ্ণৌ সরকারী চারু-কারু বিদ্যালয়ে। কেন্দ্রীয় সরকারের লক্ষ্মেী শাখার ডিজাইন কেন্দ্রের পরিচালক এবং উত্তরপ্রদেশের ড্রইং ও চিত্রশিক্ষা সমিতির আহ্বায়ক ও নূতন দিল্লীর ললিতকলা একাডেমির সদস্য ছিলেন। নিখুঁত চিত্র আঁকার প্রতি সর্বদা যত্নবান ছিলেন। শেষ-বয়সে ছোট আকারে হিমালয় পর্বতের অনেকগুলি দৃশ্যচিত্র এঁকেছিলেন। বিদেশে বহু চিত্ৰপ্ৰদৰ্শনীতে তাঁর চিত্রগুলি প্ৰদৰ্শিত হয়েছিল। ‘সুন্দরম’, ‘শিল্পী’, ‘রূপম’ প্রভৃতি পত্রিকায় শিল্পবিষয়ক প্ৰবন্ধাদি লিখতেন। পরিণত বয়সেও ছবি এঁকেছেন। লক্ষ্মেীতে মৃত্যু।
পূর্ববর্তী:
« বীরেশ্বর বসু
« বীরেশ্বর বসু
পরবর্তী:
বু-আলী শাহ্ কলন্দর »
বু-আলী শাহ্ কলন্দর »
Leave a Reply