বীরেশ্বর বসু (৩১-১-১২৯৬ – ১২-৫-১৩৫২ বঙ্গাব্দ)। নদীয়া। ছাত্রাবস্থায় সমাজসেবায় আত্মনিয়োগ করেন। গান্ধীজীর আহ্বানে কৃষ্ণনগর কলেজের সংস্কৃত অধ্যাপকের পদ ত্যাগ করে অসহযোগ আন্দোলনে যোগ দেন। আইন অমান্য আন্দোলনের পুরোভাগে থেকে বহুবার কারারুদ্ধ হন। একবার ব্যক্তিগত সত্যাগ্ৰহ করেন। তাঁর সেবা, ত্যাগ ও আদর্শনিষ্ঠা যুবকদের কাছে দেশাত্মবোধের উৎস ছিল।
পূর্ববর্তী:
« বীরেশ্বর পাঁড়ে
« বীরেশ্বর পাঁড়ে
পরবর্তী:
বীরেশ্বর সেন »
বীরেশ্বর সেন »
Leave a Reply