বীরেশচন্দ্ৰ গুহ (৮-৬-১৯০৪ – ২০-৩-১৯৬২) বানারিপাড়া—বরিশাল। রাসবিহারী। পিতারকর্মস্থল ময়মনসিংহে জন্ম। মাতুল মহাত্মা অশ্বিনীকুমার দত্ত। তিনি কলিকাতা শ্ৰীকৃষ্ণ পাঠশালা থেকে প্রবেশিকা (১৯১৯) ও সিটি কলেজ থেকে আইএস-সি পাশ করে প্রেসিডেন্সী কলেজে বিএস-সি পড়ার সময়ে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে (১৯২১) কলেজ থেকে বহিষ্কৃত হন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রসায়নে অনার্সসহ প্ৰথম স্থান অধিকার করে বিএস-সি (১৯২৩) পাশ করেন। এমএস-সি-তেও প্রথম হন (১৯২৫)। এক বছর বেঙ্গল কেমিক্যালে কাজ করার পর টাটা স্কলারশিপ পেয়ে বিলাত যান (১৯২৬)। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচডি, এবং ডিএস-সি, ডিগ্ৰী লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ষণ্ডের যকৃতের মধ্যে ভিটামিন বি২-র অস্তিত্ব অনুসন্ধান। এরপর তিনি কেমব্রিজের বিখ্যাত প্রাণ-রসায়নবিদ এফ. সি. হপকিন্সের অধীনেও গবেষণা করেন। রাশিয়ার দূতের সঙ্গে প্ৰবাসী ভারতের ছাত্রদের যে যোগাযোগ ঘটত এবং বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রমুখ প্রবাসী ভারতীয়দের যে স্বাধীনতা আন্দোলন চলছিল তাতে তিনি প্ৰত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন। দেশে ফেরার পর কিছুদিন আবার বেঙ্গল কেমিক্যালে কাজ করেন। ১৯৩৬ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগের প্রধান অধ্যাপকের পদ পান। ১৯৪৪ খ্রী. ভারত সরকার তাকে খাদ্যদপ্তরে প্রধান টেকনিক্যাল উপেদষ্টা-পদে নিযুক্ত করেন। ১৯৪৮ খ্রী. দামোদর ভ্যালি কর্পোরেশনের সভ্য হিসাবে কাজ করেন। ১৯৫৩ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন এবং আমরণ অধ্যাপনা ও গবেষণায় যুক্ত থাকেন। ছাত্রাবস্থায় ঘোষ ট্রাভেলিং বৃত্তি লাভ করে ইউরোপের নানা দেশে ভ্ৰমণ করে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা-পদ্ধতির সঙ্গে পরিচিত হন। তিনি বিভিন্ন সময়ে গমবীজ থেকে ভিটামিন নিষ্কাশন, অ্যাস্করবিক অ্যাসিড অথবা ভিটামিন ‘সি’ বিষয়ে গবেষণা করেন। উদ্ভিদকোষ থেকে ‘অ্যাস্করবীজেন’ বিশ্লেষণে তিনি ও তাঁর সহযোগীরা মৌলিক কৃতিত্ব দেখান। বাঙলায় ১৯৪৩ খ্ৰীষ্টাব্দের দুর্ভিক্ষের সময়ে ঘাস-পাতা থেকে প্রোটীন বিশ্লেষণের গবেষণা শুরু করেন এবং মানুষের খাদ্যে এই উদ্ভিজ্জ প্রোটীন মিশ্রণের নানা পদ্ধতি দেখান। সাহিত্য ও সংস্কৃতিতে উৎসাহী ছিলেন। সংস্কৃত, ইংরেজী ও বাংলায় কবিতা আবৃত্তি করে বন্ধুদের প্রায়ই মুগ্ধ করতেন। বিখ্যাত সমাজসেবিকা ড. ফুলরেণু গুহ তাঁর সহধর্মিণী। তিনি স্বামীর ইচ্ছানুসারে স্বেপার্জিত সমস্ত অর্থ ও বালীগঞ্জস্থ বৃহৎ অট্টালিকা কলিকাতা বিশ্ববিদ্যালয়কে প্ৰাণ-রসায়ন গবেষণার জন্য দান করেন।
পূর্ববর্তী:
« বীরেন্দ্ৰনাথ হাজরা, লেঃ কর্নেল
« বীরেন্দ্ৰনাথ হাজরা, লেঃ কর্নেল
পরবর্তী:
বীরেশ্বর পাঁড়ে »
বীরেশ্বর পাঁড়ে »
Leave a Reply