বীরেন্দ্ৰনাথ হাজরা, লেঃ কর্নেল (১৮৯৫ – ১-১২-১৯৮০)। পাত্রসায়ের-বাঁকুড়া। শিক্ষা প্রেসিডেন্সী কলেজ, মেডিক্যাল কলেজ কলিকাতা ও লন্ডনে। সৈন্য বিভাগে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পশ্চিম এশিয়া এবং ব্ৰহ্ম রণাঙ্গনে বিশেষ দক্ষতা দেখান। বীরত্ব ও সাহসিকতার জন্যে বৃটিশ মিলিটারী ডেসপ্যাচে তাঁর নাম বেশ কয়েকবার উল্লেখিত হয়। ওয়ার অফিস তাকে পুরস্কৃত করেন। যুদ্ধশেষে ওড়িষ্যার জনস্বাস্থ্য বিভাগের ডিরেক্টর হন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ। তাঁর সুপরিচালনায় মফঃসলের এই কলেজটি নানা বিন্ন অতিক্রম করে স্থায়িত্ব লাভ করে। ভারতের মেডিক্যাল কাউন্সিল নিযুক্ত শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যানরূপে ভারতের মেডিক্যাল শিক্ষার আধুনিকীকরণে সহায়তা করেন। কুষ্ঠরোগ বিষয়ে তিনি গান্ধীজীর একজন উপদেষ্টা ছিলেন। বাঁকুড়া কুষ্ঠ হাসপাতাল রূপায়ণে তাঁর বিশেষ ভূমিকা ছিল। সরল অনাড়ম্বর জীবনে অভ্যস্ত গান্ধীবাদী ডাঃ হাজরা চিকিৎসাকে সেবাব্রত রূপে গ্ৰহণ করেছিলেন। তাঁর আত্মীয়া স্বাধীনতাসংগ্ৰামী রাজরাজেশ্বরী হাজরা সত্যাগ্রহ আন্দোলনে পাত্রসায়ের থানায় জাতীয় পতাকা তুলতে গিয়ে নিগৃহীতা ও কারারুদ্ধ হন।
পূর্ববর্তী:
« বীরেন্দ্ৰনাথ সরকার
« বীরেন্দ্ৰনাথ সরকার
পরবর্তী:
বীরেশচন্দ্ৰ গুহ »
বীরেশচন্দ্ৰ গুহ »
Leave a Reply