বীরেন্দ্ৰনাথ সরকার ১ (? – ১৯৭১) রাজশাহী। স্বাধীনতা আন্দোলনে যোগদান করার অপরাধে ১৯৩৯ খ্রী দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘোষনার সঙ্গে সঙ্গে ব্রিটিশ পুলিস তাঁকে বন্দী করে। ১৯৪৫ খ্ৰী. মুক্তি পেয়ে ‘আজাদ হিন্দ ফৌজে’র আন্দোলনে ছাত্র যুবকদের নেতৃত্ব দেন। স্বাধীনতার পরেই বিখ্যাত নাচোল বিদ্রোহে স্মরণীয় ভূমিকা গ্ৰহণ করেন। জেলে থাকা কালে বি.এ. ও আইন পরীক্ষা পাশ করে অ্যাডভোকেট হন। পাকিস্তান গঠিত হওয়ার পরেও তাকে একাধিকবার কারাদণ্ড ও অন্তরীণ জীবন যাপন করতে হয়। জীবনের বেশী সময় কাটে বিভিন্ন জেলে। বাঙলাদেশ স্বাধীনতা আন্দোলনের সময় পাকিস্তানী সৈন্যেরা তাকে নিদ্রিত অবস্থায় গুলিবিদ্ধ করে নিহত করে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল পঞ্চাশের কিছু বেশী।
বীরেন্দ্ৰনাথ সরকার ২ (৫-৭-১৯০১ – ২৮-১১-১৯৮০) কলিকাতা। স্যার নৃপেন্দ্রনাথ। পিতার কর্মক্ষেত্ৰ ভাগলপুরে জন্ম। প্রেসিডেন্সী কলেজ থেকে বিএস-সি এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। কলিকাতায় ফিরে বছর দুই সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে মাটিন কোম্পানীর সঙ্গে যুক্ত ছিলেন। কোম্পানীর হয়ে সিনেমা হাউস করতে করতে নিজের একটি ‘হাউস’ করার ইচ্ছা জাগে। ১৯৩০ খ্রী. নিজে ‘চিত্রা হাউস’ ও কিছু পরে ‘নিউ সিনেমা তৈরি করেন। ঐ বছরই চিত্ৰ প্ৰযোজনার জন্য ‘ইন্টারন্যাশনাল ফিলম ক্র্যাফট’ ও ১৯৩১ খ্ৰী. ‘নিউ থিয়েটার্স’ স্টুডিয়ো স্থাপন করেন। এই স্ট্রডিয়ো থেকে প্রায় ১৫০ টি ছবি তিনি প্রযোজনা করেছেন। তাঁর মধ্যে বাংলা ছাড়া কিছু হিন্দী ও তামিল ছবিও আছে। তাঁর প্রযোজিত উল্লেখযোগ্য বাংলা ও হিন্দী ছবি; ‘দেবদাস’, ‘চণ্ডীদাস’, ‘মুক্তি’, ‘বিদ্যাপতি’, ‘ডাক্তার’, ‘জীবন মরণ’, ‘উদয়ের পথে’, ‘মহাপ্ৰস্থানের পথে’ প্রভৃতি। ‘দেবদাসে’র তামিলও প্রযোজনা করেছিলেন। বহু অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, কলাকুশলী, সঞগীত পরিচালক তাদের কর্মজীবন নিউ থিয়েটার্স স্টুডিয়ো থেকে শুরু করে প্রতিষ্ঠা লাভ করেছেন। চলচ্চিত্র শিল্পের জন্য আমেরিকায় (১৯৫২) ও চীনে (১৯৫৫) ভারত সরকার প্রেরিত প্ৰতিনিধিদের তিনি অন্যতম ছিলেন। ১৯৫৫ খ্রী. থেকে সক্রিয়ভাবে চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত না থাকলেও সরকার প্রতিষ্ঠিত চিত্ৰজগতের নানা সংস্থায় তিনি নির্বাচিত সদস্য হিসাবে কাজ করেছেন। বেসরকারী প্ৰতিষ্ঠান ‘ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া’ এবং ‘বেঙ্গল মোশন পিকচার্স’ (পরবর্তী ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স) অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ভারতের চলচ্চিত্র শিল্পে তাঁর অবদানের জন্য ১৯৭২ খ্রী. তাকে ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ দেওয়া হয়। ঐ বছরই তিনি ‘পদ্মভূষণ’ উপাধি লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকার ১৯৭৭ খ্রী তাকে ‘প্ৰমথেশ বড়ুয়া স্মৃতি পুরস্কার’ প্রদান করেন।
পূর্ববর্তী:
« বীরেন্দ্ৰনাথ শাসমল
« বীরেন্দ্ৰনাথ শাসমল
পরবর্তী:
বীরেন্দ্ৰনাথ হাজরা, লেঃ কর্নেল »
বীরেন্দ্ৰনাথ হাজরা, লেঃ কর্নেল »
Leave a Reply