বীরেন্দ্ৰনাথ শাসমল (১৮৮১ – ২৪-১১-১৯৩৪) চণ্ডীভেটী-কাঁথি-মেদিনীপুর। বিশ্বম্ভর। বিশিষ্ট ব্যারিস্টার ও রাজনৈতিক নেতা। ১৯০০ খ্রী. এস্ট্রান্স পাশ করে কলিকাতা রিপন কলেজে ভর্তি হন। আইন পড়ার জন্য তিনি ইংল্যান্ড যান। ১৯০৪ খ্ৰী. ব্যারিস্টাররূপে কলিকাতা হাইকোর্টে যোগ দেন। কয়েক বছর পরে মেদিনীপুর জেলাকোর্টে আইন ব্যবসায় শুরু করেন। ১৯১৩ খ্রী. পুনরায় কলিকাতা হাইকোর্টে যোগ দেন ও আইনজীবী হিসাবে বিশেষ খ্যাতিমান হন। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ মামলায় তিনি বিনা ফি-তে আসামী পক্ষ সমর্থন করেন। ১৯৩২ খ্রী. ডগলাস হত্যা মামলায়ও আসামী পক্ষের উকিল ছিলেন। ১৯২১ খ্ৰী. আইন ব্যবসায় ত্যাগ করে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন এবং কিছুদিন পর গ্রেপ্তার হন। মুক্তিলাভের পর দেশবন্ধুর স্বরাজ্যদলের সঙ্গে যুক্ত হন। মেদিনীপুর ইউনিয়ন বোর্ড করবন্ধ আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ১৯২৩ ও ১৯২৬ খ্রী. মেদিনীপুর জেলা বোর্ডের চেয়ারম্যান, ১৯২৩ ও ১৯২৫ খ্রী. বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্য এবং ১৯২৫ ও ১৯২৬ খ্রী. প্ৰাদেশিক কংগ্রেসের সভাপতি ছিলেন। ১৯২৭ খ্রী. তাঁর বিরুদ্ধে অনাস্থা প্ৰস্তাব উঠলে তিনি কংগ্রেস ত্যাগ করেন। কংগ্রেস-বিরোধী প্রার্থিরাপে তিনি কলিকাতা কর্পোরেশনের কাউন্সিলর (১৯৩৩) এবং ভারতীয় আইন সভার সভ্য নির্বাচিত হন (১৯৩৪)। দেশবাসী তাকে ‘দেশপ্ৰাণ’ উপাধি দ্বারা সম্মানিত করে।
পূর্ববর্তী:
« বীরেন্দ্ৰনাথ মৈত্র
« বীরেন্দ্ৰনাথ মৈত্র
পরবর্তী:
বীরেন্দ্ৰনাথ সরকার »
বীরেন্দ্ৰনাথ সরকার »
Leave a Reply