বীরেন্দ্ৰনাথ মৈত্র (১৭-৯-১৮৮৪ – ৩১-১২-১৯৭১) রাজশাহী। কাশীকান্ত। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নবপ্রবর্তিত এম.এস-সি. পরীক্ষার প্রথম ছাত্রদলের অন্যতমরূপে ১৯১০ খ্রী. কেমিষ্টিতে এমএস-সি. ডিগ্ৰী পান ও বি.ই কলেজের কেমিস্ট্রির লেকচারার নিযুক্ত হন। পরে বন্ধু খগেন্দ্রনাথ দাশ ও রাজেন্দ্রনাথের সঙ্গে। মিলিতভাবে প্ৰথম দ্ধর সময় ক্যালকাটা কেমিক্যাল প্ৰতিষ্ঠা করেন এবং তিনি তাঁর সক্রিয় অংশীদার হন। একজন রোটারিয়ান ছিলেন। বহু প্রতিষ্ঠানের উপদেষ্টা-পরিষদের সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« বীরেন্দ্ৰনাথ দত্তগুপ্ত
« বীরেন্দ্ৰনাথ দত্তগুপ্ত
পরবর্তী:
বীরেন্দ্ৰনাথ শাসমল »
বীরেন্দ্ৰনাথ শাসমল »
Leave a Reply