বীরেন্দ্রনাথ দে (১২৯৮? – ১৫-৮-১৩৭০ ব.) গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে ডিএস-সি (ইঞ্জি) উপাধি পান। দেশবন্ধুর আহ্বানে কলিকাতা পৌর প্রতিষ্ঠানে যোগ দেন। মৃত্যুর পূর্বে পৌর প্রতিষ্ঠানের কনসাল্টিং ইঞ্জিনীয়ার এবং রাজ্য সরকারের উন্নয়ন পরিকল্পনার চেয়ারম্যান ছিলেন। তিনি ক্যালকাটা ইঞ্জিনীয়ারিং, কলেজ ও বঙ্গীয় ফলিত বিজ্ঞান পরিষদের প্ৰতিষ্ঠাতা-সভাপতি এবং ভারতীয় ইঞ্জিনীয়ার সোসাইটির সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« বীরেন্দ্রনাথ দাশগুপ্ত
« বীরেন্দ্রনাথ দাশগুপ্ত
পরবর্তী:
বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, স্যার »
বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, স্যার »
Leave a Reply