বীরেন্দ্রনাথ দাশগুপ্ত (১৩-৫-১৮৮৮ – ৫-১-১৯৭৪) বিদগাঁও-বিক্রমপুর-ঢাকা। ঈশানচন্দ্ৰ। পিতারকর্মস্থল জলপাইগুড়িতে জন্ম। ১৯০৬ খ্রী. কলিকাতায় এসে সদ্যপ্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা-পরিষদে (বর্তমান যাদবপুর বিশ্ববিদ্যালয়) ভর্তি হন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনীয়ারিং পাশ করিয়ে আনার জন্য শিক্ষা-পরিষদ তাকে ১৯১১ খ্রী. স্কলারশিপ দিয়ে আমেরিকা পাঠান। ১৯১৪ খ্ৰী. তিনি পার্ডু বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনীয়ারিং পাশ করে শিকাগোতে চাকরি করছিলেন। এই সময় বিশ্বযুদ্ধ শুরু হলে আমেরিকায় ভারতীয় বিপ্লবীরা ইংরেজের বিরুদ্ধে সংগ্রামে তৎপর হয় এবং তিনি সেই দলে যোগ দেন। তাঁর আগেই ব্রিটিশ কাউন্সিলের অনুমতি ছাড়াই তিনি সামরিক শিক্ষা নিয়েছিলেন। প্রবাসী ভারতীয় বিপ্লবীদের নিয়ে গঠিত বার্লিন কমিটির সদস্য হিসাবে তিনি মেসোপটেমিয়ার আর্মির সঙ্গে মিলে সিনাই মরুভূমি ও সুয়েজ খালে ইংরেজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করেন। এক সময় ‘মির্জা আলি হায়দার’ নামে ছদ্মবেশ ধারণ করেন। যুদ্ধে আহত হয়ে সুইজারল্যান্ডে সাত বছর কাটান। সেখানের পত্রিকাতে তিনি ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে কয়েকটি প্ৰবন্ধ প্ৰকাশ করেন। ১৯২১ খ্ৰী. সেখানে এক জার্মান ব্যবসায়ীর সঙ্গে ইন্ডো-সুইস ট্ৰেডিং কোম্পানী স্থাপন করে দেশে ভাইদের সঙ্গে ব্যবসায় শুরু করেন। ১৯২৪ খ্ৰী. দেশে এলেও পুলিসের তাড়ায় তাকে ফিরে যেতে হয়। ১৯২৭ খ্রী. বিবাহ করেন। ১৯৩৭ খ্রী. হিটলারের কোপে পড়ে তাকে একমাস হামবুর্গের আনন্ডারগ্রাউন্ড সেল-এ কাটাতে হয়। ১৯৫০ খ্ৰী. নদীয়া জেলায় একটি সর্বোদয় আশ্রম প্রতিষ্ঠা করে সমাজ-সেবায় আত্মনিয়োগ করেন। বিনয় সরকার ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের প্রতিষ্ঠাতা-পরিচালক ছিলেন। কলিকাতায় মৃত্যু।
পূর্ববর্তী:
« বীরেন্দ্র চট্টোপাধ্যায়
« বীরেন্দ্র চট্টোপাধ্যায়
পরবর্তী:
বীরেন্দ্রনাথ দে »
বীরেন্দ্রনাথ দে »
Leave a Reply