বীরেন্দ্ৰনাথ দত্তগুপ্ত (১৮৯১ – ২১-২-১৯১০)। বিক্রমপুর-ঢাকা। বাঘা যতীনের গুপ্তবিপ্লবী দলের সভ্য উনিশ বছরের যুবক বীরেন্দ্রনাথ আলীপুর ষড়যন্ত্র মামলার ভারপ্রাপ্ত কর্মচারী সামশুল আলমকে ২৪-১-১৯১০ খ্রী. কোর্ট প্রাঙ্গণে হত্যা করেন। পুলিসের হাতে ধরা পড়ে ফাঁসির আগের দিন পুলিসের মিথ্যা চক্রান্তে স্বীকারোক্তি দেন। পরে আসল ঘটনা জানতে পেরে মৃত্যুর আগে বাঘা যতীনের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখে যান।
পূর্ববর্তী:
« বীরেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায়
« বীরেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায়
পরবর্তী:
বীরেন্দ্ৰনাথ মৈত্র »
বীরেন্দ্ৰনাথ মৈত্র »
Leave a Reply