বীরেন্দ্ৰনাথ গঙ্গোপাধ্যায় (১৯০২ – ৯-৯-১৯৭৮)। ১৯২৩ খ্রী. প্ৰথম শ্রেণীর অনার্স নিয়ে অর্থনীতিতে প্রেসিডেন্সী কলেজ থেকে বি-এ, ও ১৯২৫ খ্রী ঐ বিষয়েই কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্ৰথম স্থান অধিকার করে এম.এ. পাশ করেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে ১৯২৯ খ্রী. পর্যন্ত কর্মরত থাকেন। এই বৎসরই প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি পান। ১৯৩০ খ্ৰী. দিল্লীর হিন্দু কলেজের অধ্যাপক হন। হিন্দু কলেজে কাজ করার সময় ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৪২ খ্রী. দিল্লী স্কুল অব ইকনমিক্সে যোগদান করেন ও ১৯৬৪ খ্রী. সেখানকার ডিরেক্টর হন। ১৯৬৭ খ্রী. দিল্লী বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলার হন ও ১৯৭৩ খ্রী অবসর গ্ৰহণ করেন। অর্থনৈতিক ইতিহাসের চিন্তাধারা বিষয়ে সুপণ্ডিত ও গান্ধীজীর অর্থনৈতিক মতবাদের একজন প্রধান সমর্থক ছিলেন। কয়েকখানি গ্ৰন্থও লিখে গেছেন।
পূর্ববর্তী:
« বীরেন্দ্ৰকিশোর রায়চৌধুরী
« বীরেন্দ্ৰকিশোর রায়চৌধুরী
পরবর্তী:
বীরেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায় »
বীরেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায় »
Leave a Reply