বীণাপাণি দত্ত (৩০-৮-১৮৮৮ – ২৫-৪-১৯৬৩) কলিকাতার ঝামাপুকুর। রামচরণ মিত্র। দেওয়ান কালিকাদাস দত্তের পুত্ৰ অতুলচন্দ্রের সঙ্গে চৌদ্দ বছর বয়সে বিবাহ হয়। বৌবাজারে একান্নবর্তী বৃহৎ পরিবারের কর্ত্রী, দশটি সন্তানের জননী, ভোলানন্দ গিরির শিষ্যা বীণাপাণি সাধারণের কাছে ‘গোপালের মা’ বলে সমধিক প্ৰসিদ্ধা ছিলেন। ১৯২৫ খ্রী. স্বামীর মৃত্যুর পর নাবালকের বিষয়-সম্পত্তি দেখাশুনা করেছেন। গৃহাশ্রম ত্যাগ করেন নি, কিন্তু বস্ত্ৰত্যাগী জটাধারী সাধিক ছিলেন। ভোলাগিরি সম্প্রদায়ের মধ্যে তিনিই একমাত্র শিষ্যা যাকে গিরি মহারাজ মন্ত্রদীক্ষা দেবার অধিকার দিয়েছিলেন। স্বরচিত ভজন গান গাইতেন। তাঁর কিছু গান ‘আকুল’, ‘বকুল’, ও ‘বেণু-বীণা’—এই তিনটি গ্রন্থে সঙ্কলিত আছে।
পূর্ববর্তী:
« বিহারীলাল সরকার, রায়সাহেব
« বিহারীলাল সরকার, রায়সাহেব
পরবর্তী:
বীরচন্দ্ৰ প্ৰভু »
বীরচন্দ্ৰ প্ৰভু »
Leave a Reply