বিহারীলাল চক্ৰবর্তী (২১-৫-১৮৩৫ – ২৪-৫-১৮৯৪)। দীননাথ। আধুনিক গীতিকাব্যের অন্যতম পুরোধা ও রবীন্দ্রনাথের কাব্যগুরু। স্কুল কলেজে বেশী লেখাপড়া না করলেও সংস্কৃত, ইংরেজী ও বাংলা সাহিত্য শিক্ষা করেন। অল্প বয়স থেকেই কবিতা লিখতেন। পরে সেইগুলি প্রকাশের সুবিধার জন্য তিনি ‘পূৰ্ণিমা’, ‘সাহিত্য-সংক্রান্তি’, ‘অবোধবন্ধু’ প্রভৃতি পত্রিকা প্ৰকাশ করেন। রচিত গ্রন্থাবলী : ‘স্বপ্নদর্শন’, ‘সঙ্গীত-শতক’, ‘বঙ্গসুন্দরী’, ‘নিসর্গসন্দর্শন’, ‘বন্ধুবিয়োগ’, ‘প্রেমপ্রবাহিণী’, ‘সারদামঙ্গল, ‘মায়াদেবী’, ‘ধূমকেতু’, ‘দেবরাণী’, ‘বাউলবিংশতি’, ‘সাধের আসন’ প্রভৃতি। ১৯ শ শতাব্দীতে বিহারীলালই বাংলায় বিশুদ্ধ গীতিকবিতার ধারাটি নূতন খাতে বইয়ে দেন। রবীন্দ্রনাথের কথায় ‘আধুনিক বঙ্গসাহিত্যে এই প্রথম বোধ হয় কবির নিজের কথা।’
পূর্ববর্তী:
« বিহারীলাল গুপ্ত, সি.আই.ই
« বিহারীলাল গুপ্ত, সি.আই.ই
পরবর্তী:
বিহারীলাল চট্টোপাধ্যায় »
বিহারীলাল চট্টোপাধ্যায় »
Leave a Reply