বিহারীলাল গুপ্ত, সি.আই.ই (১৮৪৯ – ১৯১৬) কলিকাতা। চন্দ্ৰশেখর। প্রেসিডেন্সী কলেজ থেকে বি-এ পাশ করে ১৮৬৮ খ্ৰী উচ্চশিক্ষার জন্য বিলাত যান। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও রমেশচন্দ্র দত্ত সেখানে তাঁর সহপাঠী ছিলেন। তিনি ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করেন এবং ব্যারিস্টার হন। দেশে ফিরে মানভূমের ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও হুগলীর ডেপুটি কালেক্টরের পদে কাজ করেন। পরে প্রেসিডেন্সী ম্যাজিষ্ট্রেট ও কলিকাতার করোনার হয়েছিলেন। ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা না থাকার নীতির। বিরুদ্ধে তাঁর মনে প্ৰতিবাদ জেগেছিল। হাওড়ার জেলা জজ থাকা কালে ১৮৮২ খ্রী. তিনি রমেশচন্দ্র দত্তের পরামর্শে গভর্নরের কাছে। এ বিষয়ে এক নোট পাঠান। এই নোট সরকারী অনুমোদন লাভ করে এবং ১৮৮৩ খ্রী ইলবার্ট বিল পাশ হলে ভারতীয় বিচারপতিরা ইউরোপীদের বিচারের ক্ষমতা লাভ করেন। তিনি কিছুদিন কলিকাতা হাইকোর্টেরও বিচারপতি ছিলেন। সরকারী কাজ থেকে অবসর-গ্রহণের পর বরোদারাজের সেক্রেটারী হিসাবে কয়েক বছর কাজ করেন। হরিমোহন। সেন তাঁর মাতামহ।
পূর্ববর্তী:
« বিষ্ণুপ্ৰসাদ বেরা
« বিষ্ণুপ্ৰসাদ বেরা
পরবর্তী:
বিহারীলাল চক্ৰবর্তী »
বিহারীলাল চক্ৰবর্তী »
Leave a Reply