বিষ্ণুপদ মুখোপাধ্যায়, ডাঃ (১৯০৩ – ৩০-৭-১৯৭৯) ব্যারাকপুর-চব্বিশ পরগনা। ভারতে ভেষজ সংস্কারের অন্যতম উদ্যোক্তা। ১৯২৭ খ্রী. কৃতিত্বের সঙ্গে ডাক্তারী পরীক্ষা পাশ করে কিছুদিন কলিকাতার ইডেন হাসপাতালে ছিলেন। পরে ‘স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন’-এ শিক্ষক ও গবেষক হিসাবে কাজ করেন। ১৯৩০ খ্রী. ভেষজ অনুসন্ধান কমিটির সহ-সচিব পদে নিযুক্ত হয়ে তথ্যসংগ্রহে সারা ভারত ভ্ৰমণ করেন। ভারতীয় বনৌষধি বিষয়ে গবেষণার জন্য ‘রকফেলার ফাউন্ডেশন ফেলোশিপ’ পেয়ে চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, বেলজিয়াম ও জার্মানীতে এই বিষয়ে ব্যাপক চর্চা করেন। মিচিগান বিশ্ববিদ্যালয় তাকে ফার্মাকোলজিতে ডিএস-সি, উপাধি দেয়। ভারতে ফিরে কলিকাতার কেন্দ্রীয় ভেষজ গবেষণাগারের প্রথম পরিচালক নিযুক্ত হন। ১৯৪৮ খ্রী. ফার্মাকোগনেসি (Pharmacognosy) গবেষণাগারের অতিরিক্ত দায়িত্বও তাঁকে দেওয়া হয়। করাচি ও ঢাকার ভেষজ নিয়ন্ত্রণ গবেষণাগার সংগঠনের জন্য পাকিস্তান সরকার তাকে আমন্ত্রণ জানায়। ১৯৫১ খ্রীঃ লক্ষ্ণৌয়ের কেন্দ্রীয় ভেষজ গবেষণা প্রতিষ্ঠানে প্রথম স্থায়ী পরিচালক হিসাবে যোগ দেন। অবসর গ্রহণের পর কলিকাতার চিত্তরঞ্জন ক্যানসার গবেষণা কেন্দ্ৰে পাঁচ বছর পরিচালনার দায়িত্বে থাকেন এবং চন্দননগরে ক্যানসার কেমোথেরাপি ফিন্ড রিসার্চ কেন্দ্ৰ স্থাপন করেন।
পূর্ববর্তী:
« বিষ্ণুপদ চক্রবর্তী
« বিষ্ণুপদ চক্রবর্তী
পরবর্তী:
বিষ্ণুপ্ৰসাদ বেরা »
বিষ্ণুপ্ৰসাদ বেরা »
Leave a Reply