বিষ্ণুচরণ ঘোষ (১৯০৩ – ৭-৭-১৯৭০) কলিকাতা। ভগবতীচরণ। খ্যাতনামা ব্যায়ামবীর। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএস-সি পাশ করে কিছুদিন শিবপুর ইঞ্জিনীয়ারিং কলেজে পড়েন। পরে ওকালতি পাশ করে পুলিস কোর্টে ওকালতি শুরু করেন। বাঙলাদেশে তাঁর খ্যাতি ব্যায়ামাচার্য-রূপে। ‘ঘোষেস ফিজিক্যাল কালচার’ নামে ব্যায়ামের আখড়া প্ৰতিষ্ঠা করে অসংখ্য বাঙালী যুবকের স্বাস্থ্যচর্চায় উৎসাহ যোগান। ব্যায়াম প্রদর্শনী উপলক্ষে বহুবার বিদেশ ভ্ৰমণ করেন। ১৯৩৯ খ্রী. আমেরিকা ভ্ৰমণের সময় নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ব্যায়াম-শিক্ষক নিযুক্ত হন। যোগ-ব্যায়ামের দ্বারা তিনি বহু শিষ্যের দুরারোগ্য ব্যাধি নিরাময় করেন। তাঁর বহু শিষ্য ‘ভারতশ্ৰী’ হয়েছিলেন। মেয়েদের মধ্যে কয়েকজন দুঃসাহসিক ক্রীড়া প্ৰদৰ্শন করে খ্যাতি লাভ করেন। বেতারমাধ্যমে দীর্ঘকাল যোগ-ব্যায়ামের কৌশল প্রচার করেছেন। বিধানচন্দ্র রায়ের শাসনকালে তিনি অরাজনৈতিক কারণে আটক-বন্দী হওয়ায় এই প্রচারকাজ বন্ধ হয়। আমেরিকায় ‘যোগদা’ আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী যোগানন্দ এবং সুদেহী ও শিল্পী সনন্দ তাঁর দুই ভ্রাতা।
পূর্ববর্তী:
« বিষ্ণুচন্দ্ৰ চক্রবর্তী
« বিষ্ণুচন্দ্ৰ চক্রবর্তী
পরবর্তী:
বিষ্ণুপদ অধিকারী »
বিষ্ণুপদ অধিকারী »
Leave a Reply