বিশ্বেশ্বর বন্দ্যোপাধ্যায় (১৮৩৩ – ১৯-৯-১৯১১) বলাগড়-হুগলী। পঞ্চানন। এলাহাবাদ-প্রবাসী প্ৰসিদ্ধ ধ্ৰুপদী। ক্যাথিড্রাল চার্চে জুনিয়র কেমব্রিজ পর্যন্ত পড়ে চাকরির সন্ধানে ১৮৫১ খ্রী. পশ্চিমে চলে যান এবং ফৈজাবাদে মিলিটারী একাউন্টস অফিসে কাজ পান। চাকরির সূত্রে এলাহাবাদে বদলী হয়ে এলে সেখানকার কোটিপতি বাঙালী রামেশ্বর চৌধুরীর আনুকূল্যে তাঁর রীতিমত সঙ্গীত-শিক্ষার সূত্রপাত হয়। অযোধ্যাপ্ৰসাদের শিষ্যত্ব লাভ করে একাদিক্ৰমে ৩০ বছর একই গুরুর কাছে শিক্ষালাভ করেন এবং ক্রমে ধ্রুপদীরূপে প্রতিষ্ঠা পান। এলাহাবাদ থেকে কাশী—এসব অঞ্চলেই তাঁর নাম বেশী। সেখানে তাঁর ছাত্ররা ‘এলাহাবাদ সঙ্গীত সমাজ’ গড়ে তুলেছেন। ধ্রুপদ-গায়ক নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় তাঁর প্রধান শিষ্য। ১৮৯৮ খ্রী তিনি এলাহাবাদের বাস তুলে কলিকাতার বড়িশায় চলে আসেন। এখানেও তাঁর কিছু শিষ্য হয়েছিল। বেহালার খেয়াল-গায়ক বামাচরণ বন্দ্যোপাধ্যায়। তাঁর শিষ্যস্থানীয় ছিলেন।
পূর্ববর্তী:
« বিশ্বেশ্বর তর্করত্ন, মহামহোপাধ্যায়
« বিশ্বেশ্বর তর্করত্ন, মহামহোপাধ্যায়
পরবর্তী:
বিশ্বেশ্বর শিবাচাৰ্য »
বিশ্বেশ্বর শিবাচাৰ্য »
Leave a Reply