বিশ্বেশ্বর তর্করত্ন, মহামহোপাধ্যায় (৬-১০-১২৭৮ – ২০-১০-১৩২১ বঙ্গাব্দ) গারুড়িয়া-বরিশাল। নৈয়ায়িক পণ্ডিত দুর্গাচরণ ন্যায়রত্ন। শিক্ষা পিতারচতুষ্পাঠীতে, ভট্টপল্লীর রাখালদাস ন্যায়রত্ন এবং কাশীর মহামহোপাধ্যায় প্রমথনাথ তর্কভূষণের নিকট। শিক্ষাশেষে স্বগৃহে পিতারচতুষ্পাঠীতে অধ্যাপনা করতে থাকেন। এরপর বিভিন্ন সময়ে নবদ্বীপ চৈতন্য চতুষ্পাঠীতে ও বর্ধমান বিজয় চতুষ্পাঠীতে অধ্যাপনা করেন। কলসকাঠি গ্রামের জমিদার দুর্গাপ্রসন্ন রায়চৌধুরীর ‘তুলাপুরুষ দান’ উপলক্ষে অনুষ্ঠিত পাণ্ডিত্য বিচার-সভায় তিনি কাশীধাম থেকে আগত বিখ্যাত পণ্ডিত বিশ্বনাথ ঝাঁ-কে বিচারে পরাজিত করেন। ক্রমে তিনি বর্ধমানরাজ বিজয়চাঁদ মহাতব প্রতিষ্ঠিত ‘বিদ্বৎসমাজ’ সভার সম্পাদক হন ও মহারাজের প্রকাশিত মহাভারত-সেরেস্তার কার্যভার গ্রহণ করেন। ‘চন্দ্ৰদূতম’ এবং ‘ভারতীয়-দৰ্শন সমাজ ও বেদান্তের আবশ্যকতা’ নামক গ্ৰন্থ দুখানি তাঁরই রচনা। ১৯১১ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন।
পূর্ববর্তী:
« বিশ্বম্ভর দীন্দা
« বিশ্বম্ভর দীন্দা
পরবর্তী:
বিশ্বেশ্বর বন্দ্যোপাধ্যায় »
বিশ্বেশ্বর বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply