বিশ্বম্ভর দীন্দা (১৮৭১ – ৪-৫-১৯৩৭) ভবানীচক—মেদিনীপুর। রাধাকৃষ্ণ। জমিদার বংশে জন্ম। শিক্ষাবিস্তারের জন্য প্রচুর অর্থ দান করেছেন। ব্ৰাহ্মধর্ম গ্রহণ করেন। বাল-বিধবাদের দুর্দশা দূর করার প্ৰয়াসী ছিলেন। বিশেষভাবে চেষ্টা করে বিধবা একমাত্র পুত্রবধু ও নিজেরই বংশের দু’জন বাল-বিধবার বিবাহ দিয়েছিলেন। ব্ৰাহ্মসমাজে আর্থিক সাহায্য দিতেন এবং ব্ৰাহ্মধর্মের প্রচারের জন্য কাঁথিতে একটি বাড়ি দান করেন। নিজ পুত্রের স্মৃতিরক্ষায় ১৯২৬ খ্ৰী. ‘কাঁথি প্রভাতকুমার কলেজ’ প্রতিষ্ঠা করেন। এ ছাড়া ভবানীচকে ‘অঘোরচাঁদ মধ্য ইংরেজী বিদ্যালয়’ এবং বিভিন্ন অঞ্চলে প্ৰাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। শিক্ষাপ্রচারকল্পে তাঁর মৃত্যুর পরের দানও কয়েক লক্ষ টাকা।
পূর্ববর্তী:
« বিশ্বম্ভর জ্যোতিষার্ণব
« বিশ্বম্ভর জ্যোতিষার্ণব
পরবর্তী:
বিশ্বেশ্বর তর্করত্ন, মহামহোপাধ্যায় »
বিশ্বেশ্বর তর্করত্ন, মহামহোপাধ্যায় »
Leave a Reply