বিশ্বম্ভর জ্যোতিষার্ণব (৯-১১-১৮৫৭ – ১-৯-১৯১২) খালকুলা—ফরিদপুর। আদি নিবাস-নিবদ্বীপ। জ্যোতিষশাস্ত্ৰজ্ঞ পীতাম্বর বিদ্যাবাগীশ। নবদ্বীপের পণ্ডিত দুৰ্গাদাস বিদ্যারত্নের মৃত্যুর পর তিনি নবদ্বীপের প্রধান জ্যোতির্বিদ হন। পরে গভর্নমেন্টের প্রধান পঞ্জিকাকার, গুপ্তপ্রেস পঞ্জিকার প্রধান পঞ্জিকাকার, কলিকাতা গর্ভনমেন্ট সংস্কৃত অ্যাসোসিয়েশনের সদস্য এবং জ্যোতিষশাস্ত্রের পরীক্ষক ও প্ৰশ্নকর্তা হয়েছিলেন। ১৯০৪ খ্রী. বোম্বাইয়ে অনুষ্ঠিত পঞ্জিকা-সংস্কার সম্মেলনে বঙ্গদেশের জ্যোতির্বিদ প্রতিনিধিরূপে সংস্কৃত প্ৰবন্ধ পাঠ করেন এবং হিন্দু জ্যোতিষের সূক্ষ্ম গণনা যে পৃথিবীর অন্যান্য গণনা অপেক্ষা শ্রেষ্ঠ তা প্ৰমাণ করেন। এশিয়াটিক সোসাইটির অনুরোধে ‘রবিসিদ্ধান্তমঞ্জরী’, ‘দিনকৌমুদী’, ‘বিদগ্ধতোষিণী’—এই তিনটি জ্যোতিষ গ্ৰন্থ লেখেন। সরকার থেকে তিনি মাসিক ২৫ টাকা ‘সাহিত্যিক বৃত্তি’ পেতেন। ভারতবর্ষের প্রাচ্য-বিদ্যাবিৎ পণ্ডিতদের মধ্যে তিনিই এই বৃত্তি প্রথম লাভ করেন। অধ্যাপক শরচ্চন্দ্ৰ শাস্ত্রী ও ড. মহামহোপাধ্যায় সতীশচন্দ্ৰ বিদ্যাভূষণ তাঁর ভ্রাতা।
পূর্ববর্তী:
« বিশ্বনাথ সর্দার
« বিশ্বনাথ সর্দার
পরবর্তী:
বিশ্বম্ভর দীন্দা »
বিশ্বম্ভর দীন্দা »
Leave a Reply