বিশ্বনাথ সর্দার। গাঁটরা-ভাতছালা-নদীয়া। বাঙলাদেশে নীল আন্দোলনের অন্যতম পুরোধা ও প্রথম পথিকৃৎ বিশ্বনাথ সর্দার সাম্রাজ্যবাদী লেখকের রচনায় ‘বিশে ডাকাত’ নামে পরিচিত। জাতিতে বাগদি ছিলেন, কিন্তু তাঁর উদার চরিত্র, বীরোচিত সুন্দর গঠন এবং ভদ্রোচিত দানশীলতার জন্য তাকে ‘বাবু’ আখ্যা দেওয়া হয়েছিল। সেই যুগে অসহায় দরিদ্র জনসাধারণের দুঃখমোচনের একমাত্র উপায় হিসাবে তিনি ডাকাতির পথ অবলম্বন করেছিলেন। ধনীর অর্থ দরিদ্রের মধ্যে অকাতরে বিলিয়ে দিতেন। নদীয়ার নীলকর সাহেবদের জব্দ করার জন্য সর্বদা সচেষ্ট থাকতেন। ১৮০৮ খ্রী নদীয়ার নীলকর ফেডির কুঠি লিন্ঠনের জের টেনে ইংরেজরা তাঁকে কৌশলে হস্তগত করে প্রকাশ্যভাবে ফাঁসি দেয়। অনেকের কাছে তিনি নীল আন্দোলনের প্ৰথম শহীদরাপে গণ্য।
পূর্ববর্তী:
« বিশ্বনাথ রায়, কুমার
« বিশ্বনাথ রায়, কুমার
পরবর্তী:
বিশ্বম্ভর জ্যোতিষার্ণব »
বিশ্বম্ভর জ্যোতিষার্ণব »
Leave a Reply