বিশ্বনাথ রায়, কুমার (১৯১০ – ২৮-১২-১৯৭০) কলিকাতা। রাজবংশে জন্ম। প্রেসিডেন্সী কলেজের ছাত্র থাকা কালে দেশব্ৰতে আত্মনিয়োগ করেন। বিপ্লবী কর্মী হিসাবে সুভাষচন্দ্রের সঙ্গে যোগাযোগ ঘটে। যুবনেতা এবং ট্রেড ইউনিয়ন নেতা হিসাবেও পরিচিত ছিলেন। ১৯৩৩ খ্রী. কলিকাতা কর্পোরেশনের কাউন্সিলর, ১৯৩৬ খ্রী. সিআইটি-র অছি, ১৯৪৫ খ্রী. কংগ্রেস সদস্য হিসাবে এমএলসি, ১৯৫২ খ্ৰী. বিধান সভার সদস্য এবং ভারত সেবক সমাজ ও প্রেস ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সভাপতি হন। অন্যান্য দেশী বিদেশী সংস্থার সঙ্গেও জড়িত ছিলেন। ফুটবল, টেনিস ও বিলিয়ার্ড খেলায় খ্যাতিলাভ করেন। দান ও পরোপকারের জন্য বাঙালী সমাজে খ্যাত ছিলেন। শিক্ষাবিস্তারের জন্য বহু অর্থ দান করেছিলেন। তিনি ৫ টি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। লেখক ও সাংবাদিক-সম্পাদক হিসাবে খেলার বিষয়ে লিখতেন।
পূর্ববর্তী:
« বিশ্বনাথ মুখার্জী
« বিশ্বনাথ মুখার্জী
পরবর্তী:
বিশ্বনাথ সর্দার »
বিশ্বনাথ সর্দার »
Leave a Reply