বিশ্বনাথ মুখার্জী (১৮৯৯ – ১০-১২-১৯৭৪)। অনুশীলন ও হিন্দুস্থান রিপাবলিকান দলের বিশিষ্ট সভ্য। বৈপ্লবিক কাজে যতীন দাস ও শচীন্দ্রনাথ সান্ন্যালের সহকর্মী ছিলেন। ছদ্মনাম ছিল ‘গোরা’। দক্ষিণেশ্বর বোমার ষড়যন্ত্র, অর্থসংগ্রহের প্রচেষ্টায় রাজনৈতিক ডাকাতি প্রভৃতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন ও তাঁর জন্য কয়েকবার কারারুদ্ধ থাকেন।
পূর্ববর্তী:
« বিশ্বনাথ পাণি
« বিশ্বনাথ পাণি
পরবর্তী:
বিশ্বনাথ রায়, কুমার »
বিশ্বনাথ রায়, কুমার »
Leave a Reply