বিশ্বনাথ পাণি (১৭৮৫ – ১৮৫৪/৫৫) সেনহাটি-হুগলী। বাংলা ভাষায় ও গণিতে শিক্ষালাভ করে ১৮১২ খ্ৰী. পুরীতে এসে সংস্কৃত শেখেন এবং উৎকালখণ্ড অধ্যয়ন করে ১৮১৫/১৬ খ্রী. ‘জগন্নাথ মঙ্গল’ নামে উৎকালখণ্ডের বঙ্গানুবাদ প্ৰকাশ করেন। কলাবতী পদ্ধতিতে খেয়াল, ধ্রুপদ প্রভৃতি উচ্চাঙ্গের গানও লেখেন। পরে বহুসংখ্যক পদাবলী সঙ্কলন করে কিছু লোককে মাহিনা দিয়ে শিক্ষা দিতেন। এই কাজে তিনি ৪০ হাজার টাকা ব্যয় করেন। পদ্মপুরাণান্তর্গত পাতালখণ্ডের এবং বিশ্বনাথ চক্রবর্তীর গ্রন্থের অনুবাদ ও ভক্তগণের চরিত্র সঙ্কলন করেন। আদিরসাত্মক কাব্যও লিখেছেন। ‘বৃন্দাবনপ্রত্যুপায়’, ‘প্রেমসম্পুট’, ‘ভক্তরত্নমালা’ ও ‘কন্দৰ্পকৌমুদী’ তাঁর উল্লেখযোগ্য গ্ৰন্থ। মৃত্যুর পর তাঁর রচিত সংস্কৃত গ্ৰন্থ ‘সঙ্গীত মাধব’ ও ‘কৃষ্ণলীলাবর্ণন’ মুদ্রিত ও প্রকাশিত হয়। মধ্যে জমিদারী পরিদর্শন ও গ্রন্থাদির মুদ্ৰণ-ব্যবস্থার জন্য দেশে এলেও বেশীর ভাগ সময় পুরীতেই বাস করতেন।
পূর্ববর্তী:
« বিশ্বনাথ ন্যায়ালঙ্কার
« বিশ্বনাথ ন্যায়ালঙ্কার
পরবর্তী:
বিশ্বনাথ মুখার্জী »
বিশ্বনাথ মুখার্জী »
Leave a Reply