বিশ্বনাথ ন্যায়ালঙ্কার (১৮শ শতাব্দী) নবদ্বীপ। বিখ্যাত নৈয়ায়িক ও পত্রিকাকার। জগদীশী, গদাধরী প্রভৃতি ছাড়াও, হরিরামের বাদগ্রন্থের ওপরও তাঁর পত্রিকা ·পাওয়া যায়। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের দানভাজন ছিলেন। বৈদ্যবংশীয় মহারাজা রাজবল্লভ দ্বিজাচারে উপনয়ন-অনুষ্ঠান পুনঃপ্রবর্তনের সময় যে-সমস্ত পণ্ডিতের ব্যবস্থাপত্ৰ নিয়েছিলেন, বিশ্বনাথ তাদের অন্যতম। এই ব্যবস্থাপত্রের রচনাকাল আনুমানিক ১৭৫০ খ্ৰীষ্টাব্দ। তাঁর পুত্ৰ কালীপ্রসাদ তর্কালঙ্কারও (জন্ম ১৭৩৯) একজন বিখ্যাত নৈয়ায়িক ছিলেন।
পূর্ববর্তী:
« বিশ্বনাথ চক্রবর্তী
« বিশ্বনাথ চক্রবর্তী
পরবর্তী:
বিশ্বনাথ পাণি »
বিশ্বনাথ পাণি »
Leave a Reply