বিশ্বনাথ চক্রবর্তী (১৬৬৪ – ?) দেবগ্রাম—নদীয়া। রামনারায়ণ। নিম্বার্ক মতাবলম্বী ও দ্বৈতাদ্বৈতবাদী ছিলেন। ১৭০৪ খ্রী. ‘সারার্থ-দর্শিনী’ নামে ভাগবতের একটি টীকার রচনাকার্য সমাপ্ত করেন। এই টীকাই নিম্বার্ক সম্প্রদায়ের প্রামাণিক ব্যাখ্যা। শ্ৰীজীব গোস্বামীর মত খণ্ডন করে ‘সারার্থবর্ধিনী’ নামে ভগবদগীতারও একটি টীকা রচনা করেছিলেন। বহু সংস্কৃত গ্ৰন্থ এবং ‘ব্ৰহ্ম-সংহিতা’, ‘চৈতন্যচরিতামৃত’, ‘বিদগ্ধ মাধবী’ প্রভৃতি গ্রন্থের টীকা রচনা করেন। বৈষ্ণব পদাবলী গ্রন্থে ইনি হরিবল্লভ দাস নামেই পরিচিত। ১৬৭৯ খ্রী. থেকে অন্তত ২৫ বছর তিনি ব্রজধামে বাস করেছেন। বৃন্দাবনে গোলোকানন্দজী বিগ্ৰহ প্রতিষ্ঠা করেন। বৃন্দাবনে মৃত্যু।
পূর্ববর্তী:
« বিশুদ্ধানন্দ পরমহংসদেব
« বিশুদ্ধানন্দ পরমহংসদেব
পরবর্তী:
বিশ্বনাথ ন্যায়ালঙ্কার »
বিশ্বনাথ ন্যায়ালঙ্কার »
Leave a Reply