বিশুদ্ধানন্দ পরমহংসদেব। বন্ডুল-বর্ধমান। পূর্বাশ্রমের নাম ভোলানাথ চট্টোপাধ্যায়। অল্পবয়সেই এক সন্ন্যাসীর সংস্পর্শে এসে বিন্ধ্যপর্বতের এক গোপন-গুহায় সাধন-ভজন করেন। শ্ৰীভৃগুরাম পরমহংসদেব তাঁকে যোগতন্ত্রাদি ধর্মসাধনার প্রক্রিয়াতে দীক্ষা দেন। শিক্ষান্তে গুরুর আদেশে নিজ গৃহে ফিরে আসেন। তাঁর বহু শিষ্যের মধ্যে পণ্ডিত গোপীনাথ কবিরাজের লেখা কয়েক খণ্ড গ্রন্থে এই মহাপুরুষের জীবন ও সাধনার পরিচয় আছে। তাঁর আদর্শ প্রচারের জন্য তাঁর শিষ্যরা বারাণসীতে ‘অখণ্ড মহাযোগ সঙ্ঘ’ আশ্রম প্রতিষ্ঠা করেছেন।
পূর্ববর্তী:
« বিশু মুখোপাধ্যায়, বিশ্বনাথ
« বিশু মুখোপাধ্যায়, বিশ্বনাথ
পরবর্তী:
বিশ্বনাথ চক্রবর্তী »
বিশ্বনাথ চক্রবর্তী »
Leave a Reply