বিশু মুখোপাধ্যায়, বিশ্বনাথ (১৯০৮ – ১৯৮১) চন্দ্ৰভাগা-হাওড়া। নিত্যগোপাল। শিশু সাহিত্যিক। ছাত্রজীবন বিহারে। ১৯২৪ খ্রী. জুনিয়র কেমব্রিজ ও পরে বি-এ পাশ করেন। লেখক জীবনের হাতে খড়ি ‘কল্লোল’ পত্রিকায়। ১৯৪৫ খ্রী. থেকে দৈনিক ও মাসিক বসুমতী পত্রিকায় যোগ দেন। বসুমতীর ‘ছোটদের পাতায়’ বিষ্ণুশৰ্মা নামে সম্পাদনা করেছেন। ‘পরিচয়’, ‘চতুরঙ্গ’, ‘জলছবি’, ‘সাহানা’, ‘রূপরেখা’, ‘মৌচাক’ প্রভৃতি পত্রিকার সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন। অনুবাদক হিসাবেও পরিচিত ছিলেন। প্রথম যৌবনে বিপ্লবী আন্দোলনে অংশ নেন। ‘নিউ থিয়েটার্সে’ নীতীন বসুর সহকারী রূপে ‘বিচারক’ ছবিতে ক্যামেরাম্যানের কাজ করেছেন। রচিত গ্ৰন্থ : ‘রবীন্দ্রনাথের সাগর সঙ্গমে, ‘কবি প্ৰণাম’, ‘শরৎ সাহিত্যের মূলতত্ত্ব’, ‘পুরাতন প্রসঙ্গ’, ‘শরতের ফুল’, ‘মিষ্টি হাসির গল্প’ প্রভৃতি। এ ছাড়া আছে অনুবাদ গ্ৰন্থ, শিকার কাহিনী, গোয়েন্দা কাহিনী, বিদেশের বিখ্যাত কাহিনী।
পূর্ববর্তী:
« বিলাসবজ্রা
« বিলাসবজ্রা
পরবর্তী:
বিশুদ্ধানন্দ পরমহংসদেব »
বিশুদ্ধানন্দ পরমহংসদেব »
Leave a Reply