বিরাজমোহন দাশগুপ্ত, রায়বাহাদুর (১৮৮৭ – ২৫-৫-১৯৪৬) ঢাকা। ভারতবর্ষে তিনিই প্ৰথম লেপ্টোস্পাইরোসিস (Leptospirosis) রোগের অস্তিত্ব প্রমাণ করেন এবং জীবাণুর বিভিন্ন টাইপ বা জাতি নির্ণয় করেন। ঢাকা মেডিক্যাল স্কুল থেকে পাশ করে সরকারীকাজে যোগ দেন। ১৯১৮ খ্রী. শিলং-এর পাস্তুর ইনস্টিটিউট-এ যান। সেখানে বৈজ্ঞানিক নোলস-এর সহকারীর কাজে নৈপুণ্য দেখান। নোলস কলিকাতা ট্রপিক্যাল স্কুলে প্রোটোজুলজির (এককোষ প্রাণিবিদ্যার) অধ্যাপক হয়ে এলে তিনি বিরাজমোহনকে সহায়ক অধ্যাপকরূপে এখানে নিয়ে আসেন (১৯২১)। ১৯৩৪ খ্রী. রকফেলার ফাউন্ডেশন বৃত্তি নিয়ে আমেরিকা ও ইংলন্ডে যান। ১৯৩৬ খ্রী. নোলসের মৃত্যু হলে তিনি প্রোটোজুলজির অধ্যাপক পদে নিযুক্ত হন। ১৯৪৩–৪৫ খ্রী তিনি ট্রপিক্যাল স্কুলের ডিরেক্টর ছিলেন। মৌলিক গবেষণার জন্য ‘মিন্টো পদক’ লাভ করেন।
পূর্ববর্তী:
« বিমানবিহারী মজুমদার, ভারতরত্ন
« বিমানবিহারী মজুমদার, ভারতরত্ন
পরবর্তী:
বিরাজমোহন দাস, রায়বাহাদুর »
বিরাজমোহন দাস, রায়বাহাদুর »
Leave a Reply