বিমলাচরণ লাহা (১২৯৮? – ২০-১-১৩৭৬ ব)। কলিকাতার বিখ্যাত লাহা পরিবারে জন্ম। ১৯১৬ খ্রী. পালি ভাষায় এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্ৰথম স্থান অধিকার করেন এবং ১৯২৪ খ্রী. ডক্টরেট উপাধি পান। পরে আইন পাশ করেন। বহু পাণ্ডিত্যপূর্ণ গবেষণামূলক গ্রন্থের রচয়িতা। বৌদ্ধধর্ম, জৈনধর্ম, আইন, প্ৰাচীন শ্লোকসমূহ, ইতিহাস, ভূগোল, সভ্যতা, সংস্কৃতি, জাতিতত্ত্ব প্রভৃতি বিষয়ে তাঁর অসাধারণ বুৎপত্তি ছিল। ‘বেঙ্গল পাস্ট অ্যান্ড প্রেজেন্ট’ পত্রিকার সম্পাদক, এশিয়াটিক সোসাইটির সভাপতি, কলিকাতার শেরিফ, রয়্যাল এশিয়াটিক সোসাইটির বিশিষ্ট সদস্য ছিলেন। বহু সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল।
পূর্ববর্তী:
« বিমলা দাস
« বিমলা দাস
পরবর্তী:
বিমলানন্দ নাগ, রেভারেন্ড »
বিমলানন্দ নাগ, রেভারেন্ড »
Leave a Reply