বিমল রায় (১৯০৯ – ৮-১-১৯৬৬) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্ৰ-প্ৰযোজক ও পরিচালক। ‘উদয়ের পথে’, ‘অঞ্জনগড়’, ‘মা’, ‘দো বিঘা জমীন’ প্রভৃতি একাধিক সাড়া-জাগানো ছায়াচিত্রের পরিচালকরাপে খ্যাতিমান হন। তাঁর নিজস্ব সংস্থায় তোলা প্ৰথম ছবি ‘দো বিঘা জমিন’ (১৯৫৩) কান, কার্লোভিভেরি এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার লাভ করে। তাঁর প্ৰযোজনায় এবং হেমেন গুপ্তের পরিচালনায় ‘কাবুলিওয়ালা’ ছবিটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। মস্কোয় ১৯৫৯ খ্রী. প্ৰথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তিনি অন্যতম জুরি ছিলেন। কিছুকাল ‘ফিল্ম গিল্ড অফ ইন্ডিয়া’র সহকারী সভাপতি এবং ভারতীয় চলচ্চিত্ৰ-প্ৰযোজক সমিতির সভাপতি হয়েছিলেন। প্ৰথম জীবনে ‘নিউ থিয়েটার্স’ চিত্র-প্রতিষ্ঠানে ক্যামেরাম্যানের কাজ করেন। এখানে প্ৰমথেশ বড়ুয়ার পরিচালনায় ‘দেবদাস’ (বাংলা) চিত্ৰগ্ৰহণ করেছিলেন। উত্তর-জীবনে হিন্দীতে এই ছবি পরিচালনা করেন।
পূর্ববর্তী:
« বিমল রায়
« বিমল রায়
পরবর্তী:
বিমল রায়চৌধুরী »
বিমল রায়চৌধুরী »
Leave a Reply