বিমলচন্দ্ৰ সিংহ (১-১২-১৯১৭ – ১৭-৪-১৯৬১) পাইকপাড়া-কলিকাতা। রাজা মণীন্দ্ৰচন্দ্র। কান্দি ও পাইকপাড়া রাজবংশে জন্ম। সংস্কৃত সাহিত্য ও দর্শনশাস্ত্রে এবং ফারসী ভাষায় সুপণ্ডিত ও একজন চিন্তাশীল লেখক। বি-এ, ও এম.এ. পরীক্ষায় অর্থনীতিতে প্ৰথম শ্রেণীতে প্ৰথম স্থান অধিকার করেছিলেন। তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্য (১৯৪৬) ও দেশ স্বাধীন হবার পর পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী ছিলেন। মতানৈক্যের জন্য পদত্যাগ করলেও পরে ১৯৫৬-৬১ খ্রী মন্ত্রিপদে অধিষ্ঠিত ছিলেন। বিভিন্ন পত্র-পত্রিকায় স্বনামে ও ভীষ্মদেব খোসনবীস জুনিয়ার নামে বহু প্ৰবন্ধ প্ৰকাশ করেন। ‘বিশ্বপথিক বাঙ্গালী’, ‘বাংলার চাষী’, ‘বঙ্কিমপ্ৰতিভা’, ‘সমাজ ও সাহিত্য’, ‘কাশ্মীর ভ্ৰমণ’ প্রভৃতি তাঁর রচিত ও প্রকাশিত উল্লেখযোগ্য গ্ৰন্থ। সুরেশ মজুমদারের উৎসাহে তিনি রবীন্দ্ৰভারতী গঠনে নেতৃত্ব দেন এবং এই প্রতিষ্ঠানের সম্পাদক ছিলেন।
পূর্ববর্তী:
« বিমলচন্দ্ৰ দাস
« বিমলচন্দ্ৰ দাস
পরবর্তী:
বিমলদাস »
বিমলদাস »
Leave a Reply