বিমল ঘোষ, মৌমাছি (১৮-৩-১৯১০ – ৭-৩-১৯৮২) বেলিয়াতোড়-বাঁকুড়া। অনাদিপ্ৰসন্ন। খ্যাতনামা শিশু সাহিত্যিক। ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হন। এখানে তিনি মুদ্রণ ও বিজ্ঞাপন বিষয়ক ক্ষেত্রে শিক্ষালাভ করেন। ছাত্রাবস্থাতেই তদানীন্তন ছোটদের বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা ছাপা হয়েছে। কর্মজীবন শুরু ‘এডভান্স’ পত্রিকার বিজ্ঞাপন বিভাগে। পরে যোগ দেন আনন্দবাজার পত্রিকায়। তাঁরই উদ্যোগে ও ব্যবস্থাপনায় এই পত্রিকার ছোটদের আসর ‘আনন্দমেলা’র প্রতিষ্ঠা (১৯৪০) ও প্রসার ঘটে। বাংলা দৈনিকের ক্ষেত্রে এটিই প্ৰথম প্ৰয়াস। ‘মৌমাছি’ ছদ্মনামে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। ‘আনন্দমেলা’র মাধ্যমে ‘মণিমেলা’র নামে শিশু ও কিশোরদের যে সংগঠন। তিনি গড়ে তোলেন তা এক সময় বাঙলায় ও বাঙলার বাইরে বিশেষ প্ৰভাব বিস্তার করেছিল। বিভিন্ন স্থানে ‘মণিমেলা’র বহু শাখা গড়ে উঠেছিল। ছোটদের জন্য অজস্র ছড়া, কবিতা, নাটক, গল্প, উপন্যাস এবং প্রবন্ধ রচনা করেছেন। তাঁর রচিত শিশু সাহিত্যের সংখ্যা একশত চল্লিশ। ‘মায়া ময়ূর’ তাঁর জনপ্রিয় নাটক। ‘চেঙাবঙা’ বইটির জন্য তিনি রাষ্ট্ৰীয় পুরস্কার লাভ করেন। ১৯৫৩ খ্ৰী বুখারেস্টে অনুষ্ঠিত বিশ্বযুব উৎসবে তিনি ভারত সরকারের প্রতিনিধি হিসাবে যোগ দেন। আকাশবাণীর সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« বিমল কর
« বিমল কর
পরবর্তী:
বিমল মিত্র »
বিমল মিত্র »
Leave a Reply