বিভূতিভূষণ সরকার (১৮৯০ – ১৯৪২) পালবাজার-বাঁকুড়া। স্বাধীনতা সংগ্রামী। বাঁকুড়ার ছেঁদা পাথর গ্রামের অরণ্যাঞ্চলে বাণী ঘোষ ও নরেন গোঁসাই-এর সহযোগে তিনি বিপ্লবীদের এক গুপ্তঘাঁটি গড়ে তুলেছিলেন। ক্ষুদিরামের বিপ্লবের শিক্ষা এখানেই হয়েছিল। কিংসফোর্ড হত্যার ব্যাপারে ক্ষুদিরাম ধরা পড়লে পুলিস কমিশনার টেগার্টের বাঁকুড়া অভিযান কালে তিনি গ্রেপ্তার হয়ে আন্দামানে নির্বাসিত হন। আন্দামানে প্রেরিত বিপ্লবীদের মধ্যে তিনি প্ৰথম দিকের বন্দী।
পূর্ববর্তী:
« বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
« বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
বিভূতিভূষণ সেন »
বিভূতিভূষণ সেন »
Leave a Reply