বিভূতিভূষন দত্ত (১৫-৮-১৮৮৮ – ৬-১০-১৯৫৮) কানুনগোপাড়া-চট্টগ্রাম। পি.আর.এস ও ডি.এসসি উপাধি প্ৰাপ্ত ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা গণিতের অধ্যাপক। ১৯৩৮ খ্রী. সন্ন্যাস গ্রহণ করে ‘স্বামী বিদ্যারণ্য’ নামে আখ্যাত হন। তাঁর রচিত ‘History of Hindu Mathematics’ এবং ‘প্রাচীন ভারতের ভাগবত কাহিনী’ দুটি মূল্যবান গ্ৰন্থ। এছাড়া গণিতশাস্ত্রের বহু গবেষণামূলক প্ৰবন্ধও লিখেছেন।
পূর্ববর্তী:
« বিভূতিভূষণ সেন
« বিভূতিভূষণ সেন
পরবর্তী:
বিমল কর »
বিমল কর »
Leave a Reply