বিবেকনারায়ণ সিংহ। অষ্টাদশ শতকের মধ্যভাগে তিনি বরাহভূমের ৬৪২ বৰ্গমাইলের অধিপতি ছিলেন। তিনি ইংরেজকে কর-প্রদানে অস্বীকৃত হয়ে বিদ্রোহী হন। বহুদিন বিবাদের পর পরাজিত হয়ে রাজ্যচ্যুত হলে তাঁর পুত্র রঘুনাথ ১৭৭৫ খ্রী. ইংরেজের সঙ্গে বন্দোবস্ত করে রাজ্যগ্ৰহণ করেন। এই কারণে বিবেকনারায়ণ বিরক্ত হয়ে বানপ্ৰস্থ অবলম্বন করেছিলেন।
পূর্ববর্তী:
« বিবি সুয়া
« বিবি সুয়া
পরবর্তী:
বিবেকরঞ্জন সেন »
বিবেকরঞ্জন সেন »
Leave a Reply