বিপ্ৰদাস পিপিলাই (১৫শ শতাব্দী) বাদুড়্যা-বটগ্রাম-চব্বিশ পরগনা (?)। মুকুন্দ। মনসামঙ্গল কাব্যের প্রাচীন কবিদের অন্যতম। এ পর্যন্ত তাঁর রচিত যে দুইখানি পুথি আবিষ্কৃত হয়েছে তাতে মনে হয় ১৪৯৫ খ্রী তিনি তাঁর কাব্য রচনা করেন। বরিশালে বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য রচনাকালও ঐ সময়ে (১৪৯৪)। তাঁর গ্রন্থে চাঁদ সওদাগরের বাণিজ্যযাত্রায় সুপ্রাচীন সপ্তগ্রামের বিস্তৃত বিবরণ পাওয়া যায়।
পূর্ববর্তী:
« বিপ্ৰদাস পালচৌধুরী
« বিপ্ৰদাস পালচৌধুরী
পরবর্তী:
বিপ্ৰদাস মুখোপাধ্যায় »
বিপ্ৰদাস মুখোপাধ্যায় »
Leave a Reply