বিপিনবিহারী সেন (? – পৌষ ১৩৪৪ বঙ্গাব্দ) বরিশাল। বিশিষ্ট চিকিৎসক ও প্ৰবীণ কংগ্রেস-নেতা। ১৯০১ খ্ৰী. ময়মনসিংহ যান এবং অল্পকালের মধ্যে জনপ্ৰিয়তা অর্জন করেন। ১৯০৫ খ্রী. থেকে অসহযোগ আন্দোলন, স্বরাজ্য দলের আন্দোলনের পুরোভাগে এবং আইন অমান্য আন্দোলনে কিছুদিন বাঙলার ডিক্টেটর ছিলেন। সেই সময় তাকে কিছুদিন কারাদণ্ড ভোগ করতে হয়। তিনি তিন বার ময়মনসিংহ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হন এবং ২৫ বছর কমিশনার ছিলেন। বহু দরিদ্র ছাত্রকে নিজের বাড়িতে রেখে পড়াতেন এবং দরিদ্র লোকদের বিনা পয়সায় চিকিৎসা করতেন। রবীন্দ্ৰ-বিশারদ পুলিনবিহারী তাঁর পুত্র।
পূর্ববর্তী:
« বিপিনবিহারী মণ্ডল
« বিপিনবিহারী মণ্ডল
পরবর্তী:
বিপুলচন্দ্ৰ বসাক »
বিপুলচন্দ্ৰ বসাক »
Leave a Reply