বিপিনবিহারী মণ্ডল (১৯১০ – ৬-১০-১৯৪২) কিসমত-পুরাপুটিয়া-মেদিনীপুর। সারাজীবন বহু রাজনৈতিক আন্দোলনে অংশগ্ৰহণ করেন। ‘ভারত-ছাড়’ আন্দোলনের সময় (১৯৪২) পুলিস তাঁর বাড়ি তল্লাশীর নামে লুণ্ঠন করে। নিজ গ্রামে আন্দোলন সংক্রান্ত সভায় বক্তৃতা করবার সময় পুলিসের গুলিতে নিহত হন।
পূর্ববর্তী:
« বিপিনবিহারী নন্দী
« বিপিনবিহারী নন্দী
পরবর্তী:
বিপিনবিহারী সেন »
বিপিনবিহারী সেন »
Leave a Reply