বিপিনবিহারী গঙ্গোপাধ্যায় (৫-১১-১৮৮৭ – ১৪-১-১৯৫৪) হালিশহর-চব্বিশ পরগনা। অক্ষয়নাথ। বারীন ঘোষ ও রাসবিহারী বসুর সহকর্মিরূপে বৈপ্লবিক ব্ৰতে দীক্ষা গ্রহণ করেন। মুরারিপুকুর, আড়িয়াদহ প্ৰভৃতি বিপ্লবী কেন্দ্রের সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগ ছিল। বিপ্লবের আদিযুগে যে কয়েকটি সমিতি ছিল তাঁর মধ্যে ১৮৯৭ খ্ৰী. প্রতিষ্ঠিত ‘আত্মোন্নতি সমিতি’র সদস্য ছিলেন। তাঁর উদ্যোগে নিজ দলের (যুগান্তর সমিতির একটি শাখা) সাহায্যে ১৯১৪ খ্রী. রডা কোম্পানীর মশার পিস্তল অপহরণ করা হয়। ১৯১৫ খ্ৰী. যুগান্তর সমিতি কর্তৃক বার্ড কোম্পানীর গাড়ী লুণ্ঠনের ব্যাপারে ও বেলিয়াঘাটার এক চাউল ব্যবসায়ীর অফিসে ডাকাতিতে তিনি যতীন্দ্রনাথের সাহায্যকারী ছিলেন। তাঁর পরিচালনায় আড়িয়াদহে ও আগরপাড়ায় দু’টি ডাকাতি হয়। দ্বিতীয়টিতে তিনি স্বয়ং একটি রিভলভারসহ গ্রেপ্তার হন। ১৯২১ খ্রী. তিনি কংগ্রেস আন্দোলনে যোগ দেন। ১৯৩০ খ্রী. বঙ্গীয় প্ৰাদেশিক কংগ্রেস সম্মেলনে সভাপতিত্ব করেন। ১৯৪২ খ্রী. ‘ভারত-ছাড়’ আন্দোলনেও যোগ দেন। জীবনের প্রায় ২৪ বছর মান্দালয়, রেঙ্গুন, আলীপুর প্রভৃতি কারাগারে বন্দী ছিলেন। দেশ স্বাধীন হবার আগে থেকেই শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার পর তিনি বঙ্গীয় প্ৰাদেশিক সংগঠনের সভাপতি হয়েছিলেন। প্রথম সাধারণ নির্বাচনে (১৯৫২) বীজপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হন।
পূর্ববর্তী:
« বিপিনচন্দ্ৰ পাল
« বিপিনচন্দ্ৰ পাল
পরবর্তী:
বিপিনবিহারী গুপ্ত »
বিপিনবিহারী গুপ্ত »
Leave a Reply