বিপিনচন্দ্ৰ দাস (১৯০৬? – ১৩-৮-১৯৬৯) গৌরীপুর-ময়মনসিংহ। ব্ৰজেন্দ্ৰকিশোর রায়চৌধুরীর সঙ্গে ওস্তাদ এনায়েত খায়ের কাছে কিশোর বয়স থেকে সেতারে তালিম নেন। পরে ওস্তাদ কেষ্টগোপাল বন্দ্যোপাধ্যায় ও ওস্তাদ দরীর খাঁ সাহেবের কাছে খেয়াল শেখেন। ২০/২৫ বছর বয়স থেকে সারা ভারতের নানা স্থানে রাজা-জমিদারের বাড়িতে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত ও সেতার বাজনা পরিবেশন করে সুনাম অর্জন করেন। কলিকাতা ও ঢাকা থেকে আকাশবাণীর শিল্পী হিসাবে অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন। দেশবিভাগের পর পাকিস্তানে থাকতেন। আজীবন প্রাচুর্যের মধ্যে থেকে জীবনের শেষদিনে নিঃস্ব অবস্থায় বিনা চিকিৎসায় ক্যান্সার রোগে মারা যান।
পূর্ববর্তী:
« বিপিনকৃষ্ণ বসু, স্যার
« বিপিনকৃষ্ণ বসু, স্যার
পরবর্তী:
বিপিনচন্দ্ৰ পাল »
বিপিনচন্দ্ৰ পাল »
Leave a Reply