বিপিনকৃষ্ণ বসু, স্যার (১৮৫১ – আগস্ট ১৯৩৩) কলিকাতা। মেট্রোপলিটান ইনস্টিটিউশন থেকে প্ৰবেশিকা এবং প্রেসিডেন্সী কলেজ থেকে ১৮৭২ খ্ৰী. এম-এ, এবং বি.এল. পাশ করে কলিকাতা হাইকোর্টে কিছুদিন ওকালতি করার পর প্রধান শিক্ষকের পদ নিয়ে জব্বলপুর যান। ১৮৭৪ খ্ৰী. জব্বলপুর থেকে নাগপুর আসেন এবং পুনরায় ওকালতি শুরু করেন। ১৮৮৫ খ্রী. স্মলকজ কোর্টের অস্থায়ী বিচারপতি, ১৮৮৮ খ্ৰী. নাগপুর গভর্নমেন্টের অ্যাডভোকেট এবং ১৮৯৯ খ্রী ইম্পিরিয়্যাল লেজিসলেটিভ কাউন্সিলের বেসরকারী সদস্য হন। তিনি নাগপুর মিউনিসিপ্যালিটির সেক্রেটারী, ভারতীয় দুৰ্ভিক্ষ কমিশনের একমাত্র ভারতীয় সদস্য এবং ‘ আরও বহু জনহিতকর প্রতিষ্ঠানের সদস্য ছিলেন। ১৯২৩ খ্রী. নাগপুর বিশ্ববিদ্যালয় তাঁরই প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। ১৯২৯ খ্রী. পর্যন্ত তিনি ঐ বিশ্ববিদ্যালয়ের প্ৰথম ভাইস-চ্যান্সেলর ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়েও তিনি বহু অর্থ দান করেছেন। অমৃতবাজার পত্রিকায় দক্ষিণাত্যের জনসাধারণের দারিদ্র্য ও ভূমি-রাজস্ব বিষয়ে তিনি বহু প্ৰবন্ধ লিখেছেন। জ্যোতিষশাস্ত্রেও তাঁর অনুরাগ ছিল। ১৯২৭ খ্ৰী. ঐ পত্রিকায় নক্ষত্রমণ্ডল সম্বন্ধে তাঁর শেষ প্ৰবন্ধ প্রকাশিত হয়। কলিকাতায় মৃত্যু।
পূর্ববর্তী:
« বিপাশা হায়াত
« বিপাশা হায়াত
পরবর্তী:
বিপিনচন্দ্ৰ দাস »
বিপিনচন্দ্ৰ দাস »
Leave a Reply