বিনোদিনী বসু রায়চৌধুরী (১৮৭৭ – ডিসে. ১৯৪১) রাজপুর—২৪ পরগনা। উপেন্দ্রনাথ বসু। দক্ষিণবঙ্গের অন্তঃপুরীকাদের মধ্যে শিক্ষাবিস্তারে তাঁর প্রচেষ্টা উল্লেখযোগ্য। রাজপুর বঙ্গ বিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে এম.ই পাশ করেন। অল্পবয়সে এক পুত্র নিয়ে বিধবা হয়ে মাসিক ত্রিশটাকা বেতনে স্ত্রীশিক্ষার জন্য সরকার কর্তৃক কাজে নিযুক্ত হন (১৮৯৮)। এই কাজে তাকে সহায়তা করতে বিরাজমোহিনী বিশ্বাস নামে এক দেশীয় খ্রীস্টান মহিলাও নিযুক্ত হয়েছিলেন। পল্লীতে পল্লীতে গিয়ে তিনি বয়স্ক নারীদের শিক্ষা দিতেন। এইসব বিদ্যালয় পরিদর্শনে আসতেন হৃদয়বালা বসু, নীরজা সোম, কামিনী বসু, লাবণ্যলেখা বন্দ্যোপাধ্যায়, তৃপ্তি রায়, মনীষী রায় প্রভৃতি। ১৯৩২ খ্রী তিনি অবসর গ্ৰহণ করেন।
পূর্ববর্তী:
« বিনোদিনী দাসী
« বিনোদিনী দাসী
পরবর্তী:
বিন্দুবাসিনী »
বিন্দুবাসিনী »
Leave a Reply