বিনোদ ধাড়া। বগুড়া-মেদিনীপুর। পূৰ্ণচন্দ্ৰ। বর্তমান শতাব্দীর যাত্ৰ-জগতের প্রখ্যাত সঙ্গীত-শিল্পী। বাল্যকাল থেকেই উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা শুরু করেন। জমুরুদ্দীন খাঁ, দৌলতরাম ও সতীশচন্দ্র ঘোষ তাঁর সঙ্গীতগুরু ছিলেন। পরে তিনি যাত্রার জগতে চলে আসেন। মথুর সাহার দলে প্ৰথমে গাইয়ে হিসাবে যোগ দিয়ে ক্ৰমে অভিনয়-শিল্পী হিসাবে খ্যাত হন। পরবর্তী কালে গ্র্যান্ড বীণাপাণি অপেরা, ভাণ্ডারী অপেরা ও আরও বহু অপেরার সঙ্গীত-শিল্পী হিসাবে সুনাম অর্জন করেন।
পূর্ববর্তী:
« বিনোদ গোস্বামী
« বিনোদ গোস্বামী
পরবর্তী:
বিনোদচন্দ্ৰ চক্রবর্তী »
বিনোদচন্দ্ৰ চক্রবর্তী »
Leave a Reply